কিভাবে শুরু করব ফ্রিল্যান্সিং ক্যারিয়ার?

ফ্রিল্যান্সিং কিঃ ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে আপনি নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের অধীণে না থেকে স্বাধীণ ভাবে আয় করা। এই কাজগুলো সাধারণত ইন্টারনেটের মাধ্যমে করা হয় এবং আপনি ঘরে বসেই বিশ্বের যেকোন প্রান্তের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন।

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন থেকে উপার্জন করার অনেক মাধ্যম রয়েছে। ফ্রিল্যান্সিং করে অনেকে ঘরে বসে হাজার হাজার টাকা আয় করছেন এবং অনেকে এত টাকা ইনকাম করছেন যা যেকোন ফুল টাইম জব বা চাকরি করেও সম্ভব না। এর মাধ্যমে স্বাধীন ভাবে আয় করার পূর্বে  আপনাদের কিছু জরুরী বিষয় সম্পর্কে জানা দরকার। বিষয়গুলো হলোঃ

১। ফ্রিল্যান্সিং মানে কি?

২।  কিভাবে শুরু করব?

৩। কিভাবে এর মাধ্যমে টাকা আয় করতে হয়?

৪। আমি কি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বানাতে পারব?

৫। নতুনেদের জন্য সেরা ফ্রিল্যান্সিং সাইট কোনগুলো?

উপরের দেয় বিষয়গুলোর ব্যাপারে জানার পর আপনারা বুঝতে পারবেন ফ্রিল্যান্সিং করে টাকা আয় করা আপনাদের জন্য কতটা সহজ।

কম্পিউটার নেটওয়ার্কিং কি?

ফ্রিল্যান্সিং বলতে এমন একটি আলাদা মাধ্যম বা উপায় যার দ্বারা আপনি অনলাইনে কাজ করে টাকা আয় করতে পারবেন। এমনিতে কাজ করা ব্যক্তির সকাল ৬টা থেকে বিকাল ১০টা অব্দি অফিসে গিয়ে একই ধরণের কাজ করতে হয়। তো ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কাজ করা লোকেরা স্বনির্ভর থাকে। তাই ফ্রিল্যান্সিং এর মানে হলো স্বাধীন ভাবে কাজ করা বা মুক্ত পেশা। এটাও এক ধরণের ব্যবসা বললে ভুল হবে না। এই প্রক্রিয়াতে লোকেরা অনলাইনে বিভিন্ন সূত্র মাধ্যমে কাজ খুজে নিজের ইচ্ছে হিসেবে কাজ করেন। এক্ষেত্রে যারা এভাবে স্বাধীন হয়ে কাজ করে তাদের ফ্রিল্যান্সার বলে। আজকাল ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটগুলোর মাধ্যমে এই ফ্রিল্যান্সাররা নানা ধরণের কাজ, প্রজেক্ট বা সার্ভিস খুজে নিজের ইচ্ছে হিসেবে কাজ করেন। এক্ষেত্রে যারা এভাবে স্বাধীন হয়ে কাজ করেন তাদের ফ্রিল্যান্সার বলে। আজ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া  এবং বিভিন্ন সাইট এর মাধ্যমে এই ফ্রিল্যান্সাররা নানা ধরণের কাজ করে, প্রজেক্ট বা সার্ভিস খুজে সেগুলো তারা তাদের জন্য নির্ধারিত সময়ে সম্পূর্ণ করে এবং এই কাজ বা প্রজেক্ট সম্পূর্ণ করার বিনিময়ে তাদের ক্লায়েন্টরা তাদেরকে টাকা দেয়। আপনি যে প্রজেক্ট বা কাজ করবেন বলে ভাবছেন, কত টাকা নিবেন সেটা আপনার ক্লায়েন্টের সাথে আগে থেকেই ঠিক করে নিতে পারবেন। আপনি কতটুুকু কাজ করতে চান এবং এই কাজ আপনি পার্ট টাইমের জন্য না ফুল টাইমের জন্য করবেন সেটাও আপনি আগে থেকে ঠিক করে নিতে পারবেন। তাছাড়া ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নেওয়া কাজগুলোর জন্য আপনার বিশেষ কোন জায়গা প্রয়োজন হবে না। কারণ প্রায় সব ধরণের কাজের জন্য একটি ল্যাপটপ বা কম্পিউটার এবং তার সাথে ইন্টারনেট কানেকশন প্রয়োজন। তাই সবটা আপনি নিজের ঘরে বসেই করতে পারবেন।

আপডেট নিউজ: borersobdo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *