ইদানিং ফেসবুক রিলস নিয়ে মানুষের আগ্রহ দেখে রীতেমতো অবাক হই। এখন যাদের হাতে স্মার্টফোন আছে আরাই রীলস এর বিষয় নিয়ে একটু হলেও ঘাটাঘাটি করেছে কারণ ফেসবুক রিলস থেকে ইনকাম করাটা কিছুটা হলেও সহজ। আজ আপনাদের শেয়ার করব আমি কিভাবে মাত্র ১৯০০ ফলোযার্স নিয়ে পেয়েছি।
নিচের স্টেপগুলো আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। এগুলো মানলেই আপনি রিলস সেট-আপ পেয়ে যাবেন ইন শা আল্লাহ।
১. আপনার পেজের সব ভিডিং অরজিনাল থাকতে হবে এবং মিউজিকও অন্য কারো ব্যবহার করা যাবে না।
২. নিয়মিত ভিডিও আপলোড করতে হবে প্রিতিদিন অন্তত একটি করে একই সময়।
৩. এই স্টেপটা যদি মানতে পারেনে তাহলে আপনি ১০০% রিলস্ সেট-আপ পাবেন। আপনি যতগুলোই ভিডিও ছাড়েন না কেন যে কোন একটি ভিডিও যদি ১০০ কে থেকে ৩০০ কে বা তার বেশী বিউজ হয় তাহলে আপনি এডস এন রিরস পেয়ে যাবেন।
এখন মূল কথা হচ্ছে আপনার পেজে যতগুলো ভিডিও থাকুক না কেন যেকোন একটি ভিডিও ভাইরাল হলেই আপনাকে এডস অন রিলস দিয়ে দিবে। আমার পেজে প্রায় ২৫টির মতো ভিডিও ছিল শেষে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং তার পরেই আমি মাত্র ১৯০০ ফরোয়ারেই এডস অন রিলস পেয়েছিলাম। এবং এটি প্রমাণিত আরো অনেকের সাথেই হয়েছে।
তাই এখন কারো কথা বা কোন কিছু না শুনে চেষ্টা করুন যাতে অন্তত একটা ভিডিও ভাইরার করতে পারেন। যদি নিজে ভিডিও বানাতে না পারেন তাহলে সবচেয়ে সহজ কাজ হেচ্ছে ডুয়েট করা। ডুয়েট ভিডিও কিভাবে বানাবেন তা নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে দেখতে পারেন।
আর ভিডিও ভাইরাল করার জন্য ফেসবুক গ্রুপ অনেক গুরুত্বপূর্ণ। তাই সেইসব গ্রুপ খুজে বের করুন যাতে আপনার ভিডিও সেইসব গ্রুপে শেয়ার করতে পারেন। আর কারো যদি অটো এপ্রোভাল গ্রুপ লাগে আমার পেজ ফলো দিয়ে মেসেজ দিন। যে কোন সমস্যায় সাহায্য করার চেষ্টা করবো ইন শা আল্লাহ।
আরও পড়ুনঃ earntips.online
আপডেট নিউজের জন্যঃ borersobdo.com/